সোমবার, ৩ জানুয়ারী, ২০২২

কম্পিউটারের কিছু গুরুত্বপূর্ন কী-বোর্ড কোড বা শর্টকার্ট কী বা টেকনিক

SHORT CUT KEY OF COMPUTER 




আজ আমি আপনাদের কাছে কিছু গুরুত্বপূর্ন  কী -বোর্ড   শর্টকাট কমান্ড বা  কী - ওয়ার্ড   শেয়ার করব । কম্পিউটার ব্যাবহার  করতে আমরা বিভন্ন ফাংশন  ব্যাবহার করে থাকি । কিন্তু এগুলো  ফাংশন বাই ফাংশন করা একটু কঠিন ও সময় নষ্ট হয় । আমরা যদি এই শর্টকাট কমান্ডগুলো ব্যবহার করে  থাকি তাহলে  আমরা  খুব সহজে  কম্পিউটার  এর  যেকোন কাজ অল্প সময় এবং খুব সহজে করতে পারি  । আমি আশা করি এই  শর্টকাট  কী বা কমান্ডগুলো  ব্যবহার করে আপনারা খুব  সহজে কাজ করতে পারবেন । 

MS - WORD, MS -  EXCEL ,  MS - ACCESS ,POWER POINT  এর   কাজ  খুব সহজে করতে পারবেন এই শর্টকার্ট কী -ওয়ার্ড কমান্ড দ্বারা । 

 শর্টকার্ট কী /  SHORT CUT KEY : -


Ctrl + A = Select All :  আমরা কম্পিউটার  এর  লেখা সিলেক্ট  করার জন্য মাউস পয়েন্ট ড্র্যাগ করে থাকি । কিন্তু আমরা এই কমান্ড ব্যাবহার করে খুব সহজে লেখা সিলেক্ট করে  নিতে পারি । 

 Ctrl + B  = Bold  :   কোন লেখাকে যদি বোল্ড   বা মোটা করতে হয় ,  তাহলে আমরা এই কমান্ড এর সহায্য খুব সহজে লেখাকে বো্ল্ড বা মোটা করতে পারি । 

Ctrl + C = Copy  :  কোন লেখা কপি  করার প্রয়োজন হলে  , আমরা এই কমান্ডটি  ব্যাবহার  করে খুব সহজে  যে কোন লেখা  কপি করতে পারি । 

Ctrl + D = Font option :   আমরা  এই শর্টকার্ট   কী  দ্বারা  খুব সহজে  ফন্ট অপশন  খুঁজে পেতে পারি ও   ব্যবহার করতে পারি । 

 Ctrl + E = Center  :   কোন  লেখা  সেন্টার বা মাঝখানে আনার জন্য এই  শর্টকার্ট কী   বা কমান্ড  ব্যাবহার করা  হয় । 

 Ctrl +F = Find    কোন   ডকুমেন্ট এর কোন ওয়ার্ড  বা   শদ্ব  খোঁজা   বা  সার্চ    করার জন্য   এই অপশনটি  ব্যবহার  করা হয় । 


  Ctrl + G  = Go to :   ডায়ালগ বক্র অপশনটি পেতে  এই  শর্টকার্ট  কী ব্যাবহার করা হয় ।


Ctrl + H =  Replace   :  কোন ওয়ার্ড  পরিবর্তন  করার জন্য এই কী ওয়ার্ডটি  ব্যাবহার করা হয় । 


 Ctrl + I = Italic :  কোন  লেখাকে  বাকানোর জন্য   এই  শর্টকার্ট কী  ওয়ার্ড ব্যাবহার করা হয় । 


Ctrl + J = Justify :   লেখাকে  জাস্টিফাই  করার জন্য  এই অপশনটি ব্যাবহার করা হয় । 


Ctrl + L = Left  Alignment কোন  লেখাকে  বামদিকে  সরানোর জন্য   এই কী - ওয়ার্ডটি  ব্যাবহার করা হয় । 


Ctrl + N = New Document  : কোন নতুন  ডকুমেন্ট  ওপেন  বা  খোলার  জন্য  এই কী - ওয়ার্ড অপশন  ব্যাবহার কর হয় । 


Ctrl + O = Document Open :  কোন সেভ করা ডকুমেন্ট ওপেন করার জন্য  এই  কী ওয়ার্ড ব্যাবহার করা হয় । 


Ctrl + P = Print  কোন  ডকুমেন্ট প্রিন্ট করার  জন্য এই  কী - ওয়ার্ড  শর্টকার্ট কী কমান্ড ব্যাবহার কর হয় । 


Ctrl  + R = Right Alignment :  কোন  লেখা ডানদিকে  সরানোর জন্য  এই কী - ওয়ার্ড শর্টকার্ট কমান্ড   ব্যাবহার করা   হয় । 


Ctrl + S = File Save কোন ফাইল সেভ করার জন্য  এই  কী - ওয়ার্ড  অপশনটি ব্যাবহার করা হয় । 


Ctrl + V = Past :  কোন লেখা  পেষ্ট করার জন্য   এই  কী - ওয়ার্ড শর্টকার্ট কমান্ড ব্যাবহার করা হয় । 


Ctrl + U = Underline  :  কোন লেখা আনডারলাইন  করার  জন্য  এই  কমা্ন্ড কী - ওয়ার্ড ব্যাবহার করা হয় । 


Ctrl + W = File Close :  কোন ফাইল  সমাপ্ত করার জন্য এই কী-ওয়ার্ড ব্যাবহার করা হয় । 

https://distancelearning2121.blogspot.com/2022/01/blog-post_3.html

Ctrl +  Y = Redo : পিছনে অগ্রসর হওয়ার জন্য  এই কমান্ড কী- ওয়ার্ড ব্যাহার করা  হয় । 


Ctrl + F 1 = Ribon  Bar Off/on :   রিবন বার অফ /  অন  করার জন্য এই কমান্ড কী ওয়ার্ডটি ব্যাবহৃত হয় । 


Ctrl + F 2 = Print Preview : কোন ডকুমেন্ট প্রিন্ট করার পূর্বে  তা  পুনরায়  যাচাই করা যে সব সঠিক আছে কি না বা  প্রিন্ট প্রভিউ করার জন্য এই কমান্ড কী - ওয়ার্ড ব্যাবহৃত হয় ।


Shift +F 3 = Change case :  পরিবর্তন করার জন্য  এই কমান্ড কী ওর্য়াড ব্যাবহৃত হয় । 


Ctrl +Shift + D =  Double Underline :  কোন লেখা ডাবল আনডারলাইন করার জন্য  এই  শর্টকার্ট কী - ওয়ার্ড ব্যাবহৃত হয় । 


Ctrl + Alt + P =  Print Layout কেন লেখার  শ্রেনিবিন্যাস বা লে - আউট ঠিক রাখতে  এই কমান্ড কী- ওয়ার্ড ব্যাবহৃত হয় । 


Ctrl + } = Font   Size Big ফন্ট এর সাইজ বড়  করার জন্য  এই কমান্ড কী  - ওয়ার্ড ব্যাবহৃত হয় । 


Ctrl + { =  Font Size Small ফন্ট এর সাইজ ছোট করার জন্য  এই কমান্ড কী - ওয়ার্ড ব্যাবহৃত হয় । 


Alt + F 4 = Exit কোন  প্রোগাম বা ডকুমেন্ট  থেকে বের হওয়ার জন্য  এই কমান্ড কী- ওয়ার্ড ব্যাবহৃত হয় । 


F 7 = Spelling & Grammar :  স্পেলিং এনড  গ্র্যামার এর জন্য  এই কমান্ড  কী - ওয়ার্ড ব্যাবহার করা হয় । 


Ctrl + Alt + B = Bangla Font Change :  বাংলা ফন্ট  পরিবর্তন বা আনার  জন্য ্ এই  কমান্ড কী -ওয়ার্ড  ব্যাবহৃত হয় ।


আমি আশা করি ,আপনারা সবাই আমার পোষ্টটি পড়ে উপকৃত হবেন । পোষ্টটি ভালো লাঘলে শেয়ার করবেন ।

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম