বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১

মোবাইল ফোন দিয়ে অনলাইন আয়ের জনপ্রিয় ও সহজ ১০ টি উপায়

online income

 বর্তমানে আমরা সবাই অনলাইন থেকে আয় করতে চাই । কিন্তু  আমরা বেশিরভাগই জানি অনলাইন থেকে আয় করতে হলে কম্পিউটার থাকতে হবে । কিন্তু অনলাইন আয় বর্তমানে ফোন থেকে করা যায়  । বর্তমানে অনেক কাজ রয়েছে যা আমরা মোবাইল থেকে করতে পারি । কিছু জনপ্রিয় কাজ রয়েছে যা আমরা মোবাইল দিয়ে করতে পারি এবং খুব সহজে ইনকাম করতে পারি । 

মোবাইল দিয়ে আয়ের জনপ্রিয় সহজ ১০ টি উপায় : -

১ . ইউটিউব  থেকে  আয় :  ইউটিউব  অনলাইন  আয়ের জনপ্রিয় সেক্টর বর্তমানে । এখান থেকে আয়ের জন্য  প্রথমত আপনাকে ইউটিউব  একটি এক্যাউন্ট বা চ্যানেল  ওপেন করতে হবে । তারপর আপনার  চ্যানেলে ভিডিও তৈরি করে আপলোড করুন । আপনার চ্যানেলে যখন ১০০০ সাবস্কাইবার ও ৪০০০ ঘন্টা ওয়াচ টাইম হলে আপনি ইউটিউব থেকে আয় করতে পারবেন । অবশ্যই এক বছরের মধ্যে হতে হবে । 

২ . অনলাইন ফটোগ্রাফি বিক্রয় করে আয় : মোবাইল দিয়ে ফটো তুলে ফটো বিক্রয় করে খুব সহজে ইনকাম করত পারবেন । অনলাইনে অনেক সাইট রয়েছে যেখানে মোবাইলে তোলা ফটোগ্রাফ  ক্রয় বিক্রয় করা  হয় । এসব সাইটে  মোবাইলে  ধারনকৃত ফটো বিক্রয়  করে খুব সহজে আয় করতে পারেন । অবশ্যই  ফটোগুলো ইউনিক হতে হবে । 

৩ . অনলাইন টিউশন পড়িয়ে আয় : আপনি যদি ছাএ বা গ্র্যাজুয়েট হয়ে থাকেন  তাহলে অনলাইন টিউশন পড়িয়ে খুব সহজে আয় করতে পারেন । বর্তমানে অনলাইন টিউশন পড়িয়ে আয় এর মাধ্যামটি খুব জনপ্রিয় হয়ে উঠেছে । বিশষে করে লকডাউন চলাকালীন সময়ে । 


৪ .  অ্যাফিলিয়েট মাকেটিং করে আয় করুন : মোবাইল দিয়ে খুব সহজে অ্যাফিলিয়েট মাকেটিং এর মাধ্যামে আয় করুন ।   অ্যাফিলিয়েট মাকেটিং বলতে  বুঝায়  অন্যর পন্য একটি নির্দিষ্ট  কমিশন   এর বিনিময় বিক্রয় করে  দেওয়া । 

বর্তমানে অনেক কোম্পানি রয়েছে  যেখানে থেকে অ্যাফিলিয়েট মাকেটিং করা যায় খুব সহজে । 

৫ . অ্যাপ থেকে আয় : বিভন্ন অ্যাপ রয়েছে যেখানে সার্ভে , রেফার , শেয়ার ,বিভন্ন ছোট ছোট টাস্ক পূরন করে আয় করতে পারেন ।এখানে কাজ করতে হলে  কিছু সাবধানতা অবলম্বন করতে হবে ।অনেক  অ্যাপ রয়েছে যা ভূয়া এখান থেকে কাজ  করলে কোন পেমেন্ট তারা দেয় না ।  কাজ করার পূর্বে অ্যাপটির রিভিউ  ভালো করে দেখে নিবেন  । যদি রিভিউ ভালো থাকে তাহলে কাজ করবেন । 

৬ . ফেসবুক থেকে ইনকাম : ফেসবুক থেকে খুব সহজে আয় করা যায় । ফেসবুক থেকে আয়ের জন্য প্রথমত ফেসবুকে আপনার  একটি পেজ থাকত হবে । তবে ফেসবুক পেজ থেকে আয়ের জন্য মনিটাইজেশন পেতে হবে । মনিটাইজেশন  পাওয়ার জন্য নিম্মোক্ত  শর্তপূরন করতে হবে - 

  • ফেসবুক পেজ এ ফলোয়ার সংখ্যা ১০০০০ এর বেশি হতে হবে । 
  • ফেসবুক পেজ এর ভিডিওগুলোতে গত ৬০ দিনে নিম্মে বা কম হলেও ৩০০০০ ভিউ থাকতে হবে । ভিডিওগুলোর দৈর্ঘ্য তিন মিনিট এর বেশি থাকতে হবে এবং সর্বনিম্ম ১ মিনিট ধরে দেখতে হবে ।

৭ . Instagram ( ইনসটাগ্রাম ) : ইনসটাগ্রাম থেকে আয় সম্বব । ইনসটাগ্রাম থেকে আয়ের জন্য প্রথমত আপনাকে ইনসটাগ্রামে বিখ্যাত হতে হবে  । ইনসটাগ্রামে প্রথমে আপনাকে অডিয়েস্ন বা ফলোয়ার তৈরি করতে হবে । আপনার   ফলোয়ার সংখ্যা যদি ১০০০০ - ২০০০০ হয় তাহলে আপনি ইনসটাগ্রাম থেকে আয় করতে পারবেন । এখানে , আপনি স্পনসরশিপ পেয়ে যাবেন । এছাড়াও অ্যাফিলিয়েট পার্টনার ও অ্যাফিলিয়েট মাকেটিং  এর সুযোগ পেয়ে যাবেন । 


৮ . micro site  থেকে আয় : বিভন্ন micro site রয়েছে অনলাইনে যেখান থেকে আপনারা কাজ করে আয় করতে পারেন । যেমন : সাইন অ্যাপ , সার্ভে , অ্যপ ইনস্টল , বিভন্ন ছোট ছোট টাস্ক পূরন করে ।এরকম বিভন্ন মাইক্রো সাইট রয়েছে  যেখানে কাজ করে আয় করতে পারেন । 

৯ . ক্রিপটোকারেস্নি ট্রেডিং বা মাইনিং : ক্রিপটোকারেস্নি বলতে বোঝায় বিট কয়েন , লাইট কয়েন, পাই  কয়েন  ইত্যাদি । ক্রিপটোকারেস্নিকে ডিজিাটাল মুদ্রা বলা হয় । বিভিন্ন অ্যাপ এর মাধ্যামে মাইনিং করা হয় ক্রিপটোকারেস্নি । এখানে আপনি ফ্রীতে কাজ করতে পারেন আবার ইনভেস্টমেন্ট করতে পারেন । 

১০ . পুরাতন পন্য অনলাইনে বিক্রি করে আয় : আপনি আপনার পুরাতন পন্য অনলাইনে বিক্রি করে আয়  করতে পারেন । bikroy .com একটি জনপ্রিয় সাইট  যেখান থেকে আপনারা আপনার প্রোডাক্ট বিক্রয় করতে পারেন । এখানে নতুন ও  পুরাতন  পন্য ক্রয় - বিক্রয় করা হয় 


আমি আশা করি আপনারা এখান থেকে ভালো পরিমান  অর্থ আয় করতে পারেন । কোন ধরনের সমস্যা হলে কমেন্ট বক্রে বলবেন । আমি আমার যথাসাধ্য সমাধানের চেষ্টা করব । 

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম