মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১

বিজয় কী-বোর্ড দিয়ে বাংলা টাইপিং কম্পিউটারে

 আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন । আজ আমি আপনাদের কম্পিউটারে  কিভাবে বাংলা টাইপিং করবেন তা বলব । 

ফোনে তো বাংলা টাইপিং সোজা, আমরা সবাই বাংলা টাইপিং পারি মোবাইলে । কিন্তু কম্পিউটারে সামান্য কঠিন । বিজয় কী বোর্ড দিয়ে থুব সহজে বাংলা টাইপ করুন । 

প্রথমে কম্পিউটারে বিজয় বাংলা  কী -বোর্ড  ডাউনলোড করুন । সেট -আপ প্রসেস শেষ করুন । 

স্বরবর্ন টাইপের নিয়ম :- 

অ = Shift + F

আ = G+ F

ই = G+ D 

ঈ =G + Shift + D

উ = G+ S 

ঊ =G + Shift + S

ঋ = G+A 

এ =G+ C 

ঐ = G + Shift +C 

ও = X 

ঔ = G +  Shift +X


কার চিহ্ন :-

 া = F 

 ি = D 

ী = Shift +D 

ু = S 

ূ = Shift +S

ৃ = A 

র্ = Shift + A 

্ে = C 

।ৈ = Shift + C 

র্‌্ = G

। = Shift + G 

ৗ  = Shift +X 

্র = Z 

্য = Shift + Z 

অৈা =  Shift + C+ F 


ব্যজ্ঞন বর্নের নিয়ম :- 

ক = J 

খ  = Shift +J 

গ  = O

ঘ = Shift +O 

ঙ = Q 

চ = Q 

ছ=  Shift + Y 

জ = U 

ঝ = Shift +U 

ঞ = Shift +I 

ট = J

ঠ = Shift + T 

ড = E 

ঢ = Shift + E 

ণ =Shift + B 

ত = K 

থ =  Shift +K 

দ = L

ধ =  Shift +L 

ন = B 

প = R 

ফ = Shift +R 

ব = H 

ভ = Shift +H 

ম = M 

য = W 

র = V 

ল = Shift + V 

শ = Shift +M 

ষ =  Shift + N 

স = N 

হ = I 

ড় = P 

ঢ় = Shift + P

য় = Shift + W 

ৎ = /

ং = Shift +Q 

: = Shift+/ 

ঁ = Shift +7

আশা করি আপনার পোস্ট থেকে  উপকৃত হবেন । কোন ধরনের সমস্যা হলে বলবেন । 


0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম